প্রথম দর্শনে যাহারে না ধরিবে মনে
কেমনে হবে মিলন এ জনমে তাহার সনে,
প্রথম মিলনে যদি না পাও তৃপ্তি
কখনও পাবেনা মিলনের স্বাদ, জ্বালালে হাজারো দীপ্তি।


প্রথম দেখা যদি না হয় নির্জনে
কেমনে বাধিবে দুজন সঙ্গপনে,
প্রথম ছোয়ায় যদি না হয় শিহরন
কোন পরশে শিহরিত হবে না, তোমার মন।


প্রথম দৃষ্টি যদি না হয় অপলক
কি বাধনে বাধিয়া খুলিয়া রাখিবে তোমার দু’চোখ,
প্রথম হাসি যদি না হয় মুক্তাঝরা
কি করে হাসায়ে রাখিবে তুমি এ ধরা।


প্রথম কথা যদি না হয় শ্রুতি মধুর
কখনও হবে না, কন্ঠে তোল যত সুর,
প্রথম হাওয়া যদি নিয়ে আসে ঝড়
কেমনে জাগাবে সেখানে নতুন চর।


যদি চাও তাহারে সাধিতে
একই ডোরে দুজন সঙ্গপনে বাধিতে
প্রথম দর্শনে করে লও তাহারে আপন
দেখিবে একই কুটিরে জনম জনম করিবে দুজন যাপন।