ফুটেছে গন্ধরাজ,কামিনী,মল্লিকা
শিউলির সৌরভে মন মাতয়ারা,
শীতল বাতাস বয়েছে চারপাশে
শিশির বিন্দু জমেছে সবুজ ঘাসে।


মিষ্টি রোদে ঝিলমিল করে
সকালে গাছের সবুজ পাতা,
পূর্ণিমার সৌন্দর্য যায় কি দেখা
কেবল এই হেমন্তকাল ছাড়া।


কৃষক ব্যস্ত মাঠে তুলতে ফসল
গৃহে নতুন অতিথির আগমন,
নবান্নে উৎফুল্ল সকলে যখন
হে কবি নীরব কেন?তোমার মন।
কবি জানায় আনমনে
সকলই চলে বিধাতার নিয়মে,
প্রকৃতি ছেড়ে আজ মন বহুদূরে
বিদায়ের শোক এখনো রূদয়ে।


মনের কাননে নিস্তেজ গন্ধরাজ
শিউলির সৌরভ নেই আজ,
গরম হাওয়ায় দগ্ধ রূদয়
শিশির বিন্দু ন্যায় সময় যন্ত্রা দেয়।


প্রিয়তমা আছে বহুদূরে
অশ্রুতে আঁখি ছলছল বিরহে,
পূর্ণিমার সৌন্দর্য বেদনাদায়ক
বিষাক্ত রশ্মি নয়নে সে বিহনে।


শুন্য গৃহে অতিথির আগমন
প্রতিবেশী উৎফুল্ল সর্বজন,
নবান্নের আনন্দে ভাসার কথা
কিঞ্চিত বিরহিত অনুপস্থিতির ব্যথা।