ভিড়গুলো কিছু অলস অনূভুতির, তোমায় আয়না দেখানোর।
কথাগুলো অস্পষ্ট, যান্ত্রিকতায় শহুরে বাড়ি ফেরায় শেষ বাসটার অপেক্ষা।
সময়গুলো অগোছালো, তোমার কপালের টিপে আমার কাপুনিধরা হাত।
দৃষ্টিগুলো ঝাপসা, বুড়িয়ে যাওয়া অতীতের ময়নাতদন্ত।


অতপরঃ মৃত্য, জ্যোৎস্নার আলোয়।
মাথার উপর একটা বিশাল চাঁদ।
টিমটিমে আলোর অনূভুতি।
অগনিত তারার মেলা চারিদিকে।
কিন্তু মৃত্য ঘটেছে অন্য জ্যোৎস্নায়,
কারোও ছায়ার দেয়ালে চাপা পড়ে।


ছায়াটা প্রাক্তন কিছু অনুভূতির
আমি কবর দিতে চাইছি,
কিন্তু পারছি নাহ।
একটা আমি চাইছে বেঁচে থাকুক।


কবিতাঃ প্রাক্তন


হাসান রাফি