বয়স বেড়ে যাবে ? বয়স নাকি বেড়ে যায়!
আমার চোখ দুটি বয়স কমতে দেখে।
জীবন থেকে একটা দিনের চলে যাওয়া।
দিনশেষে আয়নার সামনের নিজের আত্নসমর্পণ।


দিনগুলো চলে যায় নাকি কমে যায়?
আমি প্রশ্নগুলো করলেই দ্বিধায় পড়ে যাই।
শেষে মনে হয় কমে যায় বাড়ে নাহ।
মাঝরাতে ভুল করেও ভাবতে পারি নাহ যে বয়স বাড়ছে।


বয়স সে তো কমে, প্রতি সেকেন্ডে কমে।
শেষমেষ লাশ হয়ে শূন্য হয়ে যায় বয়স।
নিথর দেহ পড়ে থাকে।


উপরে আকাশ,
চারিদিকে মাটি
মাঝখানে ব্যবধানে দেহটা।
তারপর পচন লাগে,
মিশে যায় কোথাও।


কবিতাঃ বয়স


রাত ১০ঃ৩২
হাসান রাফি