একটা ছোট্ট পাহাড় কিংবা কয়েক গুচ্ছমেঘ কেনার জন্য এসেছিলাম পৃথিবীতে; এইসব ছোট্ট চাইগুলোই আমার আবদার।
আমি বেশি কিছু চাই নি; আমি চাই নি অট্টালিকা প্রাসাদ অথবা লস এঞ্জেলস,নিউইয়র্ক কিংবা প্যারিস।


আমি এসেছি একটা বিকেল নিজের কেনা পাহাড়ে বসে মেঘবিলাস করবো বলে অথবা খুব নির্জন রাতে সবাই ঘুমালো যখন ঠিক তখনই রাতের কাছাকাছি যাবো বলে হয়তো!


আমি জানি হতে হবে লাশ,আমি জানি মাটি একদিন গ্রাস করবে সব তবুও আমি চেয়েছিলাম কিছু বাতাস,ফুল,নদী,মাঠ,পাহাড় আর কিছু মেঘ; অনন্ত সময়ের জন্য নয় খানিকটা সময়।


ফ্রোজেন ঘরে যেখানে লাশ পড়ে থাকে যাকে তোমরা হিমঘর বলো আমি তেমন কিচ্ছু চাইনি; আমি চেয়েছিলাম মানুষের মৃত্যুর আগে মানুষ অন্তত সৃষ্টিকে ভালোবাসুক যাতে করে সৃষ্টি তার শ্রেষ্ঠ বিদায় উৎসব উপহার দেয়।


ফ্রোজেন ঘর,লস এঞ্জেলস,নিউইয়র্ক কিংবা প্যারিসে জোর গলায় চিল্লাচিল্লি করে লাভ নেই ওরা পাহাড় কিনতে পারে না; ওরা মৃত্যু কিনে মৃত্যু যন্ত্রনায় মুমূর্ষু হয়!


"আমার পৃথিবীতে জন্মের নেপথ্যে"
- হাসান রাফি