চলন্ত গাড়ি আর উরন্ত পাখি, কোথাও ধাক্কা লাগলে খয় ক্ষতি তো হয়।।
তাই বলে গাড়ি চলা কোনো দিন বন্ধ হবে না,আর পাখি উড়ে বেড়ানো কেও রুখতে পারবে না।।
কিন্তুু পাখি দের ধাক্কা লাগার পরিমাণ খুব কম,আর মানুষ চালিত গাড়ির ধাক্কা লাগার পরিমাণ অনেক বেশি।।
একটা পাখি যখন নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারে ভালো করে।।
তাহলে মানুষ কেনো পারবে না, চলো আজ থেকে আমরা সফতনি যে, নিজের কন্ট্রোলে চালাবো গাড়ি আর সুখে থাকবে সারা বাড়ী।।