ভাঙছে জীবন গড়ছে  মন ভাসছে গহিন স্রোতে,
ভাঙ্গা গড়াতো বিধাতার সৃষ্টি পুড়ছে জীবন আহুতিতে ।


ওপারের কুল ধোয়াশায় ঢাকা এপারে ভাবছি বসে,
মিছে ভাবনার ছন্দ পতন দুই কুল যায় ভেসে


মন দিয়ে মন পেয়েছি হৃদয় অতীতকে আকড়ে ধরে,
মুক্তোর খোঁজে  বেড়াই বাঁচার আশা তোমায় ঘিরে,
মিলবে মন মুক্ত জীবন আকুল নদীর তীরে।