স্বপ্ন গুলো ঘন কুয়াশায়  জীর্ণ বসনে ঢাকি,
উদরে খুদার জ্বালা বাঁচার স্বপ্ন দিয়েছে ফাঁকি।
হাতের মুঠোয় চেনা পৃথিবী ফুটপাতে হল ঠাই,
খোলা আকাশে স্বাধীন পাখি অস্তিত্ব পুড়ে ছাই।
শুষ্ক চোখে ভাসমান স্মৃতি অসহায়ে কাটে দিন,
মূল্য বোধের দাড়ি পাল্লায় সমাজের কাছে মূল্যহীন।
মায়ার পৃথিবীতে রেখে গেলাম  রঙিন স্বপ্নের ঋণ।