কর্মই ভাগ্য গড়ে
ভাগ্য গড়েনা কর্ম,
প্রাচীন প্রবাদ বাক্য
দিচ্ছিনা ওর মর্ম।


প্রতিষ্ঠিত জীবনে যারা
সঠিক কর্ম পশ্চাতে,
অপ-কর্ম দারিদ্রতা আনে
ভবিষ্যতে হয় পস্তাতে।