প্রকাশ নয় বিকাশ
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


উচিত-অনুচিত আর প্রতিযোগিতার মাঝে,
আজও শিশুমন গুমরে গুমরে কাঁদে,
পিঠেতে বইয়ের ঝাঁপি,মাথায় ইঁটের সারি,
শিশুর স্বাধীনতা যাচ্ছে মাড়িয়ে!


শিশুর কলরব ,শিশুর স্বাস্থ্য,হাটাবো অপুষ্টি  
ওরা নাকি জাতির মেরুদণ্ড ,
হারাচ্ছি নতুন সৃষ্টি,ধোঁয়াশায় ভবিষ্যৎ !


মাতৃ স্নেহ,পিতার আদর,আধুনিকতায় বন্দী
খুন হয় কন্যা ভ্রূণ , শৈশব চুরি প্রকাশ্যে,
ধর্ষিতা হয় শিশুকন্যা,অকাল মৃত্যুর হাতছানি
তবু শিশু দিবসের ঘনঘটা!


গড়ছে আইন,অটল বিশ্বাস,
কাগজ কলমে জটিলতার শিকার
মুক্তি পায় অন্ধকারের কীট ,
ন্যায় মুখ থুবড়ে, চেতনায় ধরেছে মরিচা
প্রকাশ নয় বিকাশ,সফল হোক শিশু দিবস !