একলা আমি,তিনে মিলে আমরা..
ঐক্যতাই সমাজ গড়ে..
আমার কর্ম ,সবার ধৰ্ম,
বিভেদের দেওয়াল নড়ে !
মুখে বলি নিরেপেক্ষ,বিবেকের আড়ালে,
সবইতে রাজনীতি,নেই নিষ্পত্তি !
ভর্তুকিতে মনটি ভোলালে ....
মানুষ নিয়ে করছো খেলা,ভূলেতে ডূববে ভেলা
গড়ছে নগরী,উন্নয়নের দিশারী
তাবু কেন  চোখে জল..!!!!!
জনবলে বলীয়ান,আসবে ভাটার টান !
আঘাতেও ভাঙে শিলা !
নেইকো হিসাব ,হয়েছে বিকাশ ,
বাংলার মাটি, উন্নয়নের খুঁটি ,বাংলাই সবার প্রাণ.....
থাকবেনা নীতি ,রেখো আপন কৃত্তি
মহান বাংলা আছে মাহাত্ম,
রাখবো বাংলার মান !!!