এ দেহ আসলে মন্দাকিনী !!(21-02-2018)
রণজিৎ মাইতি
- ------------------
কাছেই সদর্পে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে প্রিয় এভারেস্ট ।
কাঞ্চনজঙ্ঘার শিখর থেকে বিচ্ছুরিত আলো এসে পড়ছে চোখে,
আমরা দাঁড়িয়ে আছি স্থানুবৎ।
পা কাঁপছে,হাত।মাথা এসে ঠেকেছে বুকে।
জুতো জোড়া সিংহাসনের উপর চড়িয়ে তাকিয়ে আছি পশ্চিম মুখো,
অভাবে গুলি মারি,দারিদ্রতা ও বেকারত্ব শীত ঘুমে চলচ্ছক্তিহীন।
বাক্স বন্দী সংবিধান ও পিনালকোড্ গঙ্গার জলে ফেলে বুক ফুলিয়ে শুদ্ধতা ও পবিত্রতার বড়াই করি।
কাছের বাড়ির নিষ্পাপ সোমত্ত মেয়েটি চোখে জল নিয়ে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় !
জরায়ু মাটিতে গড়াগড়ি খায়,জমতে থাকে ধুলোর পরত।
রক্ত গড়িয়ে গড়িয়ে ধাবিত হয় পুণ্যতোয়া গঙ্গার দিকে,
রাস্তার নেড়ি স্ত্রী কুত্তাটিও ভয়ে সিঁটিয়ে যায় ।


নাগরিক কলরব থেমে গেলে ফিরি নিজ কক্ষপথে।
মাথা নিয়ে আর মাথাব্যথা থাকে না,
হৃদয় হৃদয়ের ঘাটশিলা !
চোখ,কান,নাক বাহ্যজ্ঞান শূণ্য
জয় রাম,জয় রাম উচ্চারণ করতে করতে তন্ময় হয়ে যাই
ভাবসমাধিতে দেখি ভুত,ভবিষ্যত,বর্তমান।
মাথার উপর লিঙ্গেশ্বর,ভোলেভালা ভোলানাথ।
কখন যে কি করে বসেন,
হেন্ করেঙ্গা,তেন্ করেঙ্গা,ভোলেবাবা পার করেঙ্গা
'করেঙ্গে ইয়ে মরেঙ্গে '।


কিছু প্রকল্প ও তত্ত্ব বেয়ে নেমে আসে ধারা,
স্রোতে ভাসে কিছু কথা,একতরফা।
এ দেহ আসলে মন্দাকিনী !!