এ জীবন এখনও এগোবে(23-10-2017)
রণজিৎ মাইতি
---------------------
প্রতীক্ষা থাক বা না থাক
তবু সময় দীর্ঘ থেকে দীর্ঘতর করি
বরং অপেক্ষা করি----
কে আগে ছেঁড়ে,সময় না প্রতীক্ষা ?


হুশ হুশ করে বেরিয়ে যাচ্ছে যান,
অফিস ফেরত হাঁটছি,এলোমেলো।
সেকেন্ড,মিনিট ঘন্টা এগিয়ে চলছে
আজই চিনে নিতে হবে জীবন ।


স্বতই দেরি হয়ে যায় বাড়ি ফেরা
বলিরেখা খুঁজিনা,খুঁজি উদ্বেগ রেখা
জানি এ মুখে কখনও বলিরেখা ফোটেনা


যা বাজার হয়েছে আজকাল
মাস পয়লা হোম-মিনিস্টারের লিস্টতেই মাসকাবার,
পকেট গড়ের মাঠ,যেটুকু ওই রেজকি
মধু তো দূর,মধুমেহর সাথে মধুর সম্পর্ক
এখন ইনসুলিনের সিরিঞ্জ খুঁজতে হয় না
প্রতি পলে হাতছানি,তাই বুঝে নেওয়া।


ওই তো দেখতে পাচ্ছি বিন্দু বিন্দু ঘাম
চোখে কী মেঘ,বিদ্যুত,জোনাকির মিট্ মিট্?
হাতা দিয়ে খাওয়ার তুলে দিতে দিতে-----
আঁচলটা রুমালের মতো ব্যবহার করলো ।
শুধু বলল,চিন্তা হয়না বুঝি !


এখানে আর কি বলার থাকতে পারে,
বুঝে যাই,এ জীবন এখনও এগোবে।