এ কেমন আলো(04-02-2018)
রণজিৎ মাইতি
--------------------
একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই
একবার সুন্দরী মেয়েটির দিকে
আকাশ পরিষ্কার,মেঘ নেই।রাস্তাও ফাঁকা


ভুল নেই,ভুল নেই
বুঝে গেছি এতো আলো কোথায় থেকে এলো
উজ্জ্বল চাঁদের মতো প্রজ্জ্বলিত মেয়ে
আলোকিত মাঠ-ঘাট,মনের আকাশ


তবু ,---
ছুটে যাই পতঙ্গ যেমন
পতঙ্গবৃত্তি বলে লোকে
আমরা কি কীট নাকি ?


একটা পর্দা চাই কালো
শুষে নেবে লাল নীল আলো
নীলিমার নীল নয়,মনের আকাশ যেখানে হয়েছে নীলাভ