এ পৃথিবীতে ফুরোতে এসেছি(21-04-18)
রণজিৎ মাইতি
--------------------
আসলে এ পৃথিবীতে ফুরোতে এসেছি
শ্রম দিয়ে,ভালোবাসা দিয়ে,মেধা নিংড়ে দিয়ে
কখনও কি এই সাধের সভ্যতা,সমাজ প্রশ্ন তুলেছে ?
মেঘ ফতুরের জলে যেটুকু প্লাবন মানুষকে করে অহংকারী


যদিও ছাপোষা নিরীহ আমি
দু-মুঠো ভাতের থালাতেই সীমাবদ্ধ দিন
গর্ব নয় স্বস্তি আছে,ভালো আছি এটুকুই বোধ
জানি মুঠোতে যায় না ধরা এক আকাশ প্রেম
প্রেম আছে মুথাঘাসে,দূর্বার মূলে,বেশ আছি প্রেমে
এটুকুই স্বস্তি আছে,বেশ ভালো আছি


আসলে আমি জানি এ পৃথিবীতে ফুরোতে এসেছি
যেখানে যে চেয়ারে বসে আছি মানুষ জানে না
কতো দিন,আর কতো দিন !!
তবুও মেঘ ফতুরের জলে যেটুকু প্লাবন মানুষকে করে অহংকারী