আকাশ  (09-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
ভালোবাসা আর একটা আকাশ
উজ্জ্বল নানান রঙের সমারোহে,
অনুরাগ,অভিসার আর অভিমানী রঙে
মানকলিও চরিত্রে ম্যাজেন্টা


তুমি সাদা পাতায় লিখে রাখো 'ঝড়'
আমি নীলিমার গায়ে লিখি 'আগুন'
যদিও কোরাসে গাই ঝড় ও আগুনের গল্প  


তখনও অনন্তে প্রসারিত----
হাত,পা,দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
হৃদয় থেকে ঝরে পড়ে এক পশলা অঝোর বৃষ্টি
উঠোন কি এখন ভিজে শপশপে ?


ক্ষরণ এমন একটি শব্দ----
ফিনকি হোক বা গলগল
নিঃস্ব হতে হতে লিখে যায় শেষ দীর্ঘশ্বাস


ভালোবাসা এমন আকাশ
যে আকাশে তুমি লেখ তুমুল,তুমুল