অ বা ধ   জী ব ন (03-08-2017)
র ণ জি ৎ   মা ই তি
--------------------
সুনীল জলধি যার তরঙ্গ উতলা।
আছড়ে আছড়ে পড়ে বালুকাবেলায়।
ফেনা ফাটে, নোনা জল ছুঁয়ে যায় পা।
বিখাউজ চুলকায়,মরামাছ পড়ে থাকে তটে।
কেউ নেই শোক জানাবার ।


যারা বেঁচে আছে জলে নেই মায়াপাশ,
তাই অতিক্রম করে যায় সীমা।
বা ওদের সমাজে নেই বাধ্যবাধকতা।
পরিযায়ী অতিক্রম করে,স্হায়ী বাস নেই ।
নিজের আকাশ ছেড়ে যায় চলে অন্য আকাশে।


অবারিত জীবনের কথা বলে যারা,--
সীমানায় দেহ আছে,মন পড়ে অন্য সীমায়।
সেখানেই মজে প্রেমে, আঁকে সম্ভাবনা।
জাতপাতে খোঁজ নেই,শুধু প্রজাতি একই।
খোঁজে নির্মল বারিধি যার তরঙ্গ উতলা।