আ ব র্ত ন (13-01-2018)
রণজিৎ মাইতি
- ------------------
কিছুটা প্রকাশ্যে এসে পুরোটাই আড়ালে চলে যায়
আবছায়া খেলা চলে চাঁদ আর মেঘে
কোথায় প্রভাকর কোথায় পাবক !!


নীলতিমি ঘাই মারে সাগরের জলে
নীল জল, নীলে নীলে মিশে গেছে
তাই কি অদৃশ্য? আজব ব্যাপার,
দুনিয়ায় কতো রঙ !
রঙে রঙে মিলেমিশে বিচিত্র শোভা


মৌলিক গন্ধ কি নেই , ছন্দ ?
চন্দন চন্দন,বেল জুঁই চাঁপা
হাসনুহানার গন্ধ ছুঁয়ে যায় রাত,রাতের রজনীগন্ধা
তবুও হারিয়ে যায়,মানুষও হারায়


বলি সে মানুষ মরে গেছে
মরে গিয়ে বেঁচে গেছে
যার নাকে গন্ধ লেগে আছে
যার চোখে রঙ লেগে আছে
যার মনে ও মননে স্মৃতি ইতিহাস


মানুষ মরে গেলে স্মৃতি তো মরে না
বহমান স্মৃতি বংশপরম্পরায় কালস্রোতে ভাসে
ভেসে ভেসে নদী সাগর হয়ে আকাশের জলে
সেখানেও নীল জল,নীল মেঘ,নীলোর্মির ঢেউ
চক্রাকারে ঘুরপাক খায়
এভাবেই কিছুটা প্রকাশ্যে আসে
তারপর আড়ালে চলে যায়