আ  হ  বা  ন (20-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
সামনে বোধন,
মা আসবেন,
সবাই খুশী খুশী
জামা কাপড়
সাফ-সুতোর,
আছে যত বাসি


হঠাৎ দেখি
আকাশ জুড়ে
মেঘের ঘট ঘটা
তাইনা দেখে
মনটা খারাপ
সতীন গঙ্গা কাঁটা


মেঘ কড়কড়,
এলো বলে
বৃষ্টি এক পশলা
বরুণদেবের
বুদ্ধি জোরে
ধুলো সব ময়লা  


কিনেছি অনেক  
জামা ও কাপড়,
পূজোয় নতুন বেশে
যেমন প্রকৃতিরানী
সেজে উঠেছে,
সফেদ শিউলি কাশে


ঘরে ঘরে
আলপনা দিই
ঘরে নতুন আলো
আলোচালের
পায়েস খেয়ে
আজ মনটা জুড়োলো

এসো মাগো
তোমার জন্যে
সব আয়োজন সারা
মেলা যাবো,
স্কুল যাবো না,
নয়কো কোন কারা