এই তো হৃদয়  (05-01-2017)
রণজিৎ মাইতি
--------------------
মনে হয় এ হৃদয়ে গভীর গোপন কোন রাগ,
রাগ-অনুরাগ,দাবি,স্বাদ-আহ্লাদ,ভালোবাসা আছে


কিছুটা মিষ্টতা আছে,লবণাক্ত স্বাদ
প্রাতঃরাশে,মধ্যাহ্নভোজে,বিকেলের ঝালমুড়িতেও--
কিছুটা পেঁয়াজ কুঁচি,কাঁচা মরিচের সাথে নুন,আর ধনেপাতা
দারুন স্বাদু এই নোনতা খাবার,সাথে চানাচুর
সামগ্রিক সুখ,শান্তি,শখ,সাধ সব যেন মুক্তাঙ্গনে গনতান্ত্রিক ক্ষুধা
চাউমিন,ইটলী,ধোসা কি নেই তাতে !
সাথে আছে বাটি ভরা সাম্বার ডাল
শনাক্তে বলে যাই এই হলো হৃদয় আঙিনা


যারা বলে ফুল ভালোবাসি,সন্দেহ জাগে
রসনা লালায়িত,আলজিভ
ভালোবাসে কুমড়ো ফুলের বড়া,ঝিঙেফুল,বকফুলের চপ্
আজ মনে হয় এতো কথা,ভালোবাসা-বাসি শুধুই ইন্দ্রিয় সুখ বাদবাকি ঢপ্