এই তো শুরু হয়েছে মঙ্গলাচার
রণজিৎ মাইতি (06-10-2017)
--------------------
না না উপসংহারের কথা বলছিনা
সবে শুরু হয়েছে মঙ্গলাচার


দেখে দেখে মনে হয়
কথা আর কথা নয়,সব কাগুজে কথা
তবুও কাগজ ছাড়া বই ভাবতে পারিনা  
ওসব তোলা থাক মহাফেজখানায়।


গরবায় গর্বিত উন্মত্ত জনতা
স্হান গুজরাট,আনন্দ জেলা,গ্রাম ভদ্রানিয়া
পটেলের উৎসবে উঁকি দিয়ে,--
উৎসুক মুখ,নিচু জাত
তাই আজও খুন হতে হয় ।

হায় সাইনিং ভারত !
এ কেমন আচ্ছে দিন উপহার দিলে ।


বিবেকের অবনমন দেখে,
লজ্জায় মুখ ঢাকে বীর সন্ন্যাসী ।
আজও দেখে,---
জেলে মালা মুচি মেথরের খুন ।


যে ভূমে হরিজন অধিকার রক্ষায়
জন্ম নেয় জাতির জনক
সেখানে কেন হবে রক্তে হোলি খেলা ?
বারবার তাই বলি ধিক্ ধিক্ ধিক্ ।