আজ কি বহ্ন্যুৎসব ?(15-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
বাড়ির সামনের বাগানে আজ আগুন জ্বাললাম
যতো ঝরাপাতা,মরাপাতা,আগাছা,বাসনা জড়ো করে,


আজ কি বহ্ন্যুৎসব ?
ভিটের নৈরিত কোণে কলাগাছ আছে
কতো কাজে লাগে কলাপাতা, তারই শুকনো বাসনা
সাফসুতোর হলো গাছ,গাছেরও তো হাওয়া চাই  
চারপাশে জমে থাকা আবর্জনা যতো জড়ো করে সব পোড়ালাম
বহ্ন্যুৎসব নাই বা হলো ; উৎসবে কি এসে যায়
আজ যে পয়লা বৈশাখ,নববর্ষে নব নব সাজ বড়ো ভালোবাসি
বাঙালির নববর্ষ আজ


বিগতের শরীরে লেগে আছে নানা ক্লেদ,ইতিহাস তাই বলে গেলো  
মানুষ কি আজও মানুষ হবেনা ! এটুকুই চাওয়া
তাই যতো আবর্জনা,খারাপ যা কিছু----  
কাম,ক্রোধ,লোভ এক এক করে ষড়রিপু সব পোড়ালাম
আসন্ন কে স্বাগত জানাতে


এখন বাগানে জমে গেছে ছাই,জমে আছে
আগামীতে গোলাপের চারাগুলো উর্বরতা পাবে
---------------------------
পয়লা বৈশাখ 1425