এক একটা স্বতন্ত্র দ্বীপ(02-11-2017)
রণজিৎ মাইতি
--------------------
মানুষটি যেখানে বসে আছে,সেখানে পাইনা
এমন অবস্থান বিভ্রম খুবই ভাবায়
হয়তো তখন অন্য কোন গ্রহে বা দ্বীপে বিচরণ করে
কখনও কখনও মাটির উপরে পা,মন মহাকাশে
হাত বাড়াই সান্নিধ্যের আশায় আশায়
একটু ছোঁয়া চাই,উষ্ণতা চাই
কোথাও উষ্ণতা আছে,আছে হিম শীতলতা
আছে বিচরণ ভূমি-- জল,জঙ্গল,পাহাড়,মরু


মনে পড়ে সেই গল্পের কথা,শৈশবে শোনা
সেই রামছাগল প্রেমি বুড়ি মাসিমাকে
যার চোখে জল দেখে
আনন্দাশ্রু ঝরো ঝরো গায়কের চোখে
ভেবেছিলো রাধা-কৃষ্ণের প্রেমগানে বিভোর শ্রোতা,
মাসিটির চোখে আজ প্রেমের উজান।
প্রেম ছিলো,ভালোবাসা ছিলো,রামছাগল প্রীতি
অবলা প্রাণীটি আজ নেই,
অজানা ব্যধিতে গেছে ছেড়ে
তবু প্রেমগানের অনুসঙ্গে----
বুড়ি মাসিটির চোখে বাদলের গান।


দেখে দেখে মনে হয়-----
যা কিছু চোখে দেখা হয়তো বা ঠিক
হয়তো বা ভুল,সবই অবস্থান প্রমাদ
আসলে প্রতিটি মানুষ এক একটা স্বতন্ত্র দ্বীপ ।