আকশের সূর্যটা জলে ডুবে গেছে
রণজিৎ মাইতি(31-10-2017)
--------------------
কা কা শব্দটা কানে এলেই স্নায়ু টানটান
জেগে যায় ঘুমন্ত পৃথিবী
কিছু শব্দের পুনরাবৃত্তি শুনি,আজন্ম চেনা
চোখের কোণায় জমেছে কি নেত্রমল ?
ধুয়ে ফেলি জলে,
অপেক্ষায় থাকি এক কাপ চা,বিস্কুটের
চুইয়ে চুইয়ে আসে আলো নিকানো উঠানে
আসে হাড় জিরজিরে শিশুটিকে কোলে নিয়ে ভিখারীণী বধু
চোখের সামনে দেখি জীবন্ত ক্ষুধা !
বিগ্রহ কোথায় গেলো?কোন ঘরে লুকিয়েছে মুখ?
উড়ন্ত শ্যামাপোকা আলোর বলয়ে ঢুকে গেছে
রক্তের লোভে জলৌকাও ওত পেতে আছে
হৃৎস্পন্দন বেড়ে যায়,লাব ডাব লাব ডাব শুনি
শুনি কান পেতে পাখিদের ভাষা
যারা খুঁটে খায় উঠোনের অবাঞ্ছিত দানা
অবজ্ঞা করিনা কোনো কিছু
খুঁজি চাঁদা,পুঁটি,সরপুঁটি পুকুরের জলে
দেখি আকাশের সূর্যটা জলে ডুবে গেছে
ঢেউয়ের অভিঘাতে ভাঙাচোরা মুখ।