আলোর কথা (29-01-2018)
রণজিৎ মাইতি
-------------------
আলোর ভেতর আলো দেখতে পাই না,
যে আলো টিম্ টিম্ করে
নির্ণায়ক ভূমিকা নেয় আলোর তীব্রতা।
রাতের জোনাকি দেখেছো কি দিনের আলোয় ?
  
মনে হয় কিছু আলো মায়ার মায়া,প্রপঞ্চময়
পতঙ্গ ঝাঁপ দেয় মায়াবী বলয়ে,শেষে মরে
বোঝে না সে,এর উৎসভূমি উচ্চতম তাপ,কেন্দ্রস্থলে।
ভাবে কেন্দ্রে বৃহষ্পতি,মাহেন্দ্রক্ষণ


আর ষড়রিপু,যার সাথে সহবাস দিনে- রাতে,আশ্চর্য আলোকে
ফারাক বুঝতে কি পারি ?
দিনে দিনে আরও আরও দেহী হয়ে যাই
সূর্যের চারপাশে বনবন ঘুরি
বুঝতে কি পারি এই ঘুর্ণন ?
গভীরে যেতে গিয়ে মাথা ঘোরে,মাথা ধরে
তবু মাথাব্যথা নেই,খ্যাতি আছে মাথামোটা বলে


তাই,--
সাধারণ চোখে নয়,যতদূর চোখ যায়
দেখি তৃতীয় নয়নে-----
আলাদিনের আশ্চর্য প্রদীপ ।