আমাকে বিদ্ধ করে  (26-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
আমাকে বিদ্ধ করে চেতনার সূচিমুখ গুলো
যুগ যুগ ধরে নির্জন গৃহ কোণে ঠাঁই,যুগে যুগে---
ঘরের ভেতরে মেঘ,বিজলীর আলো ,ক্ষণিক হলেও তবু এঁকে যায়,চোখে,মুখে,হৃদয়ের অতল পাথারে।একে একে যতো রঙ আছে কেমন নরম নরম


বোবার শত্রু নেই,হতে পারে
হয়তো লেলিয়ে দিয়েছে কেউ রাস্তার নেড়ি
সারমেয় ঘ্রাণ ভালো চেনে,যদিও না পারার
সম্ভাবনা শতাংশে চূড়ান্ত
বোবার কি চোখ নেই ? হৃদয়ে অথই পাথার ?
দেখি আপাত নির্বাক চিত্রগুলো এখনও সরব
বাহ্ চার্লি,বাহ্ চার্লি শব্দব্রহ্ম আজও ভাবায়
ভিঞ্চির প্রিয়তমা এখনও কুহক,কুহকিনী নারী মোনালিসা  
তবু এ সবের মাঝে---
লাল আমি লাল দেখি,নীল দেখি নীলে