অনন্ত বিস্ময়  (05-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
এও এক অনন্ত বিস্ময়,যেখানে দাঁড়িয়ে আছি
মনে হয় আরও দু-এক পা এগিয়ে গেলে বেশ ভালো হতো  
কখনও এগিয়ে গিয়েছি,কখনও বা দু-এক পা
পিছিয়ে দেখেছি  
সেখানেও সুখ নেই,শান্তি নেই,নিছক স্বস্তি কি আছে ?
তবু এই গতিশীলতা পারিনা এড়িয়ে যেতে সামনে পেছনে
চাই বা না-চাই সময় সময়ের মতো কথা বলে যায়


এই অনন্ত বিস্ময় বুকে নিয়ে ঘুরি গোলকধাঁধার
যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কি স্থির থাকা যায়?
সরে যায় মাটি,সরে সরে যায় দূর হতে দূরে
পায়ের তলার মাটি দূরে সরে যায়
তবুও আঁকড়ে ধরি সেই মাটি,ভিড়ে যাই মানুষের স্রোতে
এছাড়া সুরাহা কি আছে ?
যতো উষ্ণতা,স্নেহ প্রেম ভালোবাসা মিশে আছে মাটির বুকে
যতোই সরুক মাটি দূরে আর সরে যাক মানুষের মন
বুঝে যাই,---
এ জীবনে গোলাপ ডানায় ভর করে উড়ে যাওয়া শুধু