অতৃপ্তি  (19-01-2018)
রণজিৎ মাইতি
---------------------
আজও অতৃপ্তির ভেতর ডুবে রই পানকৌড়ির মতো
ডুবে ডুবে খুঁজি গুগলি,চুনোপুঁটি,ঝিনুক----
যেখানে উচ্চিংড়ির মতো লাফাচ্ছে জ্যান্ত চিংড়ি

যদিও গন্তব্য সম্পর্কে নেই স্থির বিজ্ঞাপন
সেই কবেই হারিয়ে ফেলেছি শেষ ঠিকানা
মতিভ্রম না অ্যালঝাইমার তাও অজানা


তবুও সংখ্যা বিভ্রাটে ভুগি না
তৃপ্তির যেমন ছাদ নেই,শেওলা ধরা উঠোন
অতৃপ্তির আগুনভূক তলদেশ নেই


বৈদান্তিক ভাবনা বসন্তের শেষে বিদায় নিলেই
ভাবি উত্তোরণ নিয়ে,সিঁড়ি,প্রতিটি ধাপ, ধাপে ধাপে
মনে হয় রামানুজ ও শঙ্করাচার্যের সিঁড়ি শীতঘুমে কাদা


মাথায় হাত রাখার মতো কেউ কি আছেন,কাঁধে ?
গভীর আবেদন রাখছি,আন্তরিক  
কারণ,অতৃপ্তির যে কোনও পিনকোড,
পিনালকোড নেই