বেঁচে থাকা যায়  (04-02-2018)
রণজিৎ মাইতি
---------------------
কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম
পাথরচাপা বুকে চাপ চাপ রক্ত জমে আছে
কোদালটা উঠোনের একধারে রাখি
কাস্তেটা গুঁজে দেই খড়ের চালে
কাছে আসে বউ,হাতে জলের গ্লাস
আঁচলের এমন শৈল্পিক ব্যবহার কোথাও দেখিনি
নেমে যায় বুকের পাথর
মনে হয় এভাবেই যুগ যুগ ধরে বেঁচে থাকা যায়


অনেক কষ্ট ছিল,অনেক কষ্ট আজও আছে বুকে
যে ফসল ফলিয়েছি বাজারে দাম তো পাইনা
নুন আনতে পান্তা ফুরায়
একই অবস্থা পড়শি রহিম চাচার
এখানে জাত নেই,জাতে তারা চাষা
রতন,রহিম চাচা এক,দুঃখ ও যন্ত্রণা এক


তবুও বেঁচে থাকে তারা যুগ যুগ ধরে
মাঠ ভালোবেসে আর ধান ভালোবেসে
সোনা নাই থাক ঘরে,আছে সোনার ফসল
ঘরে আছে ভালোবাসা,ঘরনির হাত ও আঁচল
মনে হয় এভাবেই যুগে যুগে বেঁচে থাকে তারা