বারোটার চিন্তা আর মাথায় আসেনা
রণজিৎ মাইতি(25-10-2017)
--------------------
এইতো বারোটা বাজতে হাতে কয়েক মুহূর্ত মাত্র
সেকেন্ডের কাঁটা নির্দিষ্ট ঘর ছুঁলেই বারোটা বাজবে


ঘড়িটা বন্ধ করলে কেমন হয় ?
যেখানে চলা না চলা শুধু একটা ব্যটারীর কাজ
নাক গলাতে চাই না,শুধু বলি---
ঘড়ি সময় নির্ধারণ করে না সময় ঘড়ির কাঁটাকে?


যুক্তি তর্কের বাইরে গিয়ে
সিলিং ফ্যানের দিকে নিষ্পলক চেয়ে থাকি
যান্ত্রিক নিয়মে যন্ত্র বনবন ঘোরে
কোম্পানির নামটাও পড়তে পারিনা


এবার কিছু পড়তে চেয়ে আকাশের দিকে তাকাই
দেখি নীলে নীলে কতো কথা,ভাষা
বারোটার চিন্তা আর মাথায় আসে না
বিচরণ করি ভোরের আলোয়,
গায়ে মাখি,ভিজি।সাথে ভেজে প্রজাপতি গুলো
মুগ্ধ বিষ্ময়ে দেখি কত রঙ লেগে আছে ডানায় ডানায়