ভালোবাসা যত ওই পান্থপাদপে
রণজিৎ মাইতি (17-10-2017)
--------------------
পাহাড়ে বেড়াতে গিয়ে---
হারিয়েছি পাইনের বনে ।
তুষারাবৃত ধবল গিরি চূড়ায়,
নাম না জানা ফুল ফলে ।


দেখেছি পাখির কলতানে তাল রেখে---
ঝরে যায় ঝোরা নিরলস।
ভিজি,হিম হিম জলে।
আঁজল ভরা জলে আচমন সারি,
এবার সূর্য প্রণাম ।
কোথায় লুকোলো রবি !
চারদিকে কুয়াশায় ঢাকা ।
মুখ না দেখে,-----
কি ভাবে বা সারি বলো রবি তর্পণ ?
না পেয়ে,দু হাত দূরে থাকা লাবণি কে খুঁজি,
ওকে একান্তে কুহকিনী বলে ডাকি আদুরে গলায়।
যদি দিতে পারে সমাধান ।


দেখি লাবণিও ঢাকা কুহকে কুহকে ।
চারপাশে এতো এতো নান্দনিক সুর
তবু খিদে পায়, বাহ্যে পায়
জানি এ জীবনে তেষ্টা ছেড়েই যাবেনা ।
তাই পাইনের বনে থেকে তবু পাইন নয় ,
ভালোবাসা যত ওই পান্থপাদপে ।