বীজগণিত (24-03-2018)
রণজিৎ মাইতি
- ------------------
প্রিয় বিষয়ের উপর কিছুটা আলোকপাত,আর সংজ্ঞা নির্ণয়
যদিও অতীব কঠিন কাজ কুসুম চয়ন,বীজ খুঁড়ে শাঁস বের করা
তবুও দুধের ভেতর থেকে ঘি,এ স্বাদ ঘোলে তো মেটে না


গভীরে ঢুকে গেলে অন্ধকারও হয় আলোকিত
উৎসারিত জীবনের গাথা আর সৃষ্টি রহস্য
বীজ কোথা থেকে এলো,কিভাবে অঙ্কুর মাটি ফুঁড়ে গভীরে গভীরে---??
কেন তা দেয় ডিম পাখি !
একে তুমি পর্ণ বলোনা


সবচেয়ে নিরাপদ জরায়ু আশ্রয়
অন্ধকার,সেখানেই ঘোর অন্ধকারে কাটে কতো রাত,কেন ?
খাতার পাতায় আঁকি মুখ,চোখের তারায় নীল ঢেলে দিই,ভ্রু-পল্লবে কাজলের কালি,টানা টানা চোখ,বুক টানটান

কোথা থেকে আসে এই অনন্য চেতনা,রূপ আর রূপকথা
কবিতাকে ভালোবেসে জরায়ু আজও উদ্বেল,ডিমের শরীরে স্বপ্ন,বীজের গভীরে জন্মে কাক্ষিক মুকুল
চাষির হাতও সোনা,সোনাঝরা কবিতার খনি
আজও কর্ষিত মাঠে বুনে চলে সম্ভাবনার বীজ