বিশুদ্ধ মাটির খোঁজে(13-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
এখন মাটির আকাল,উর্বর পলিমাটি
মাটির মানুষও দেখি না,চারপাশে বিষাক্ত হাওয়া আর সন্দেহের বীজ


রোপন করতে হবে তরতাজা চারা,একটুকরো ভূমি চাই,আবাদি উর্বরা।এদেশে কি অভিজ্ঞ কৃষক নেই ? তবে কেন আবাদি সোনার মাটি অধিকৃত হবে ? শিল্পে, আবাসনে গড়ে ওঠে কংক্রিট দালান,কারা থাকে বহুতলে ? শ্রমিক,মজুর---- ?কৃষকের ঘরে আজও পান্তা ফুরায় নুনের আগেই


বাজারে ফুল নেই,ফল নেই,আনাজ আকাল।যেটুকু বা ফলে উচ্চমূল্যে কিনে নেয় বিদেশি বাজার।চেনে না অবোধ শিশু মরশুমি ফল--- আম জাম কাঁঠালের এ বাংলা চেনে না আজ গাব,ডাব,নোনা।শ্রীফল পাকলে গাছে কাকের কি ফল,বরং গাছতলে যেতে ভয় হয়


তাই উর্বর মাটির খোঁজে হন্যে হয়ে ঘুরি,এক-ফসলি,দো-ফসলি,তে-ফসলি জমি
খারিব শস্যে শস্যে ভরে যাবে চাষির খামার
সে ভূমি কোথায় পাবো খোঁজ দেবে কেউ ?


এতো খোঁজার পরে বুঝে যাই----
আজও সবচেয়ে উর্বর ভূমি জরায়ুর মাটি ।।