বৃষ্টি সব ভাসিয়ে নিয়ে যাক (26-05-2017)
রণজিৎ মাইতি

দমকা হাওয়ায় উড়ে যাচ্ছে জমাট মেঘ
এক এক করে উড়ছে অবসাদ ও ক্লান্তি  

যদিও প্রতিবিম্ব আগের মতো জমাট নয়
তবু আদর যত্ন ঠিক পূর্বেকার মতো হচ্ছে

বুঝেছি এসব বিকৃতি হচ্ছে ঘোমটা দিয়ে
প্রযুক্তি ও মননশীলতা মিলমিশে রৈখিক

কোথাও আসল ছবি সরিয়ে নুডই আসল
কোথাও নুড বোরখা পরে প্রকাশ্য মার্জিত

এদিকে হাওয়া প্রবল থেকে প্রবলতর হচ্ছে
চাই ঝেঁপে বৃষ্টি এসে সব ভাসিয়ে নিয়ে যাক