চাবির খোঁজ (14-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
কোথায় গেলো সেই চাবিটা ?
হন্যে হয়ে খুঁজছি
ওটা দিয়েই খুলবে কুলুপ
এখন আমি বুঝছি ।।


এমন কেউ কি আছো ?
দেবে আমায় হদিশ
খোঁজ পেলে ধন্য হই
দেবো মোটা বকসিশ ।।


উৎসুক মুখ করছে প্রশ্ন
চাবি বইতো নয়
এরই জন্যে পাড়া মাথায়
ঘুরছো পাড়াময় ।।


বলতে পারো স্পর্শমণি
মাটিও স্পর্শে সোনা
হারিয়ে ছিলো আলিবাবা
শেষে বন্দী জানা ।।


এমন চাবির ছোঁয়া পেলে
খুলবে দরজা বুদ্ধির
জড় তো নই আমরা মানুষ
স্বাদ পেতে চাই মুক্তির ।।