ছায়াপথ ধরে হাঁটি (29-08-2017)
রণজিৎ মাইতি
-------------------
দীর্ঘ প্রতীক্ষার পর
হাঁটতে থাকি ছায়াপথ ধরে
অসম্ভব মনে হলে
তাকাই একবার সিলিং এর দিকে  
একবার মাটির দিকে
ঠিকই চোখে পড়ে যায় টিকটিকি
যেখানে প্রতিমুহূর্তে মৃত্যুর পদধ্বনি
তবু সেখানেও সঙ্গম রত
তখন সাদা সিলিংকেই আকাশগঙ্গা মনে হয়
ছেঁড়া ছেঁড়া মেঘে ঢাকা পড়ে তারা
চাঁদ নববধুর মতো ঘোমটা সরায়
আবার সলজ্জ ঢাকায় মুখ
এলোকেশী বেনীবদ্ধ করে চুল
আর ভেসে ভেসে আসে আতরের গন্ধ
কাছের ঝোপে থাকা শেয়ালটি
নিরবিচ্ছিন্ন ডেকে যায় হুক্কা হুয়া,হুক্কা হুয়া