চিরসবুজ (06-02-2018)
রণজিৎ মাইতি
---------------------
চলার পথে পাতাগুলো সবুজ মনে হয়না,গতানুগতিক।
হাওয়া বইলেই বেসুরো মর্মরধ্বনি আসে  
ঘর্ষণ শুরু হয়ে যায়,ক্যাঁচর ক্যাঁচর
কালা নই,ঠিক শুনি
দেখি সবুজের দেশও হয়েছে বিবর্ণ,হলুদ খয়েরি


যে পাতা ঝরে গেছে,মিশে গেছে মাটির সাথে
তার রঙ জানি।
বলো তুমি কি জানো না ?
হেঁটে গেলে খসখস,মচমচ করে।


তবু,---


সেখানে সংঘর্ষ নেই,
আছে শুধু স্মৃতি,স্মৃতি মেদুরতা ।
সেখানে বিরাগ নেই,আছে ভালোবাসা ।
দায় নেই,দাবী নেই,আছে শুধু প্রেম ।
যার রঙ নিশ্চিত সবুজ ।