দীপাবলী কথা (19-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
সলতে পাকাচ্ছে যে বউটা---
চোখের গভীরে জ্বলছে পিলসুজ ।
চোখে স্বপ্ন ও মুখে শ্লোগান,অন্ধকার দূর হটো।


সাতকাণ্ডের দেশে চোদ্দকাণ্ডের কথকতা,
পুরাতত্ত্ব ও নৃতত্ত্ব উল্টে পাল্টে দেখি,----
কোন পথে এলো চোদ্দ শাক ও দীপের গল্প।


কেউ কেউ সলতে পাকাচ্ছে,
আগে ভাগেই টেনেছে চোখে কালো সুর্মা।
চোখে ফাঁদের স্বপ্ন,শালের ত্রিকোণমিতি
অমাবস্যার নিকষ অন্ধকারের মতো অভেদ্য,দুর্জ্ঞেয় ।


শ্যামা মা ও প্রকৃতি সমার্থক, ল্যাংটো ।
করালেন এও এক বিশ্বরূপ দর্শন।
তৃতীয় পাণ্ডবে নয়,বিশ্ববাসীকে।


দেখো পায়ের তলায় পিষ্ট সুর্মার কালি,
দেখো চোদ্দ প্রদীপ জ্বেলে মুখে চোদ্দ শাক,
আর দেখো পরমা প্রকৃতি ও বোঝ জন্ম ইতিহাস।