ঢেউ (08-02-2018)
রণজিৎ মাইতি
---------------------
বর্ণান্ধ নই,ডুব দেই আলোর সমুদ্রে
এ সাগর রত্নাকর,খুঁজি চুনি,পান্না আজও
সৈকতে পসরা নিয়ে হাভাতেও বসে থাকে লাল,নীল কতো


ভালোবাসি নানা রঙ
বিশেষ ভালোবাসি প্রিয় রঙ নীল


আলোর সমুদ্রে এসে মজে যাই বর্ণময় ঢেউয়ে
হৃদয়ের কাছে আসি,বুকে হাত রাখি
শুনি লাব ডাব,কৃত্রিমতাহীন
এখানেও ঢেউ আছে,করে ছলাৎ ছলাৎ


নির্বাক চেয়ে থাকি,নিষ্পলক
চোখ বোঝে,---
ঢেউয়ে ঢেউয়ে কতোটা তফাত