ধূর্ত বাজপাখি  (13-01-2018)
রণজিৎ মাইতি
- ------------------
আজন্ম মাথার উপর এক ধূর্ত বাজপাখি উড়ে
আমি তার নাম দিয়েছি অমোঘ দূরাশা
শ্মশানের সাথে,কবরের সাথে---গভীর গভীরতর অনুষঙ্গ তার


ভয় পাই,কোন দিন ছোঁ দেবে
মেঠো ইঁদুর ভেবে ধরে নেবে ঠোঁটে,খেয়ে নেবে
ছাপোষা নিরীহ আমি,কী এমন স্বাদ !


জানি আমার হৃদয়ে আছে--কিছু সাধ,অপূর্ণ সাধ
আমার সে সাধ খাবে,অপূর্ণ সাধও


একদিন অকারণে নির্জনে ছুঁয়েও দেখেছি মাঝরাতে
বরফ শীতল দেহ,ঠান্ডা মাথায় করে প্লেন
বুঝে গেছি,সরে গেছি তড়িৎ গতিতে
একই গতিতে সেও---ডানা মেলে উড়ে এলো মাথার উপরে