দিন ও রাত্রির আলো কালো কথা
রণজিৎ মাইতি (24-10-2017)
---------------------
সময় অতিক্রম করার সময় টুকু চাইছি
ততদিনে হাজারো বার চাঁদ ডুবুক মাঠের ওপারে,সূর্য ঢলে পড়ুক পশ্চিমে।
দিগন্ত রেখা ঘিরে থাক---
শেষ বিকেলের কুয়াশার আস্তরণে ।


পথ চলতে চলতে---
মাঝেমাঝে দাঁড়াই কিনারে ।
নিচে না খাদ,না জল,না আগুন
জল থাকলে ভালো হতো,
পড়শি পানকৌড়ির মতো----
ডুব সাঁতারের খেলা খেলতাম,খুব খেলতাম।


শুধুই অসীম আঁধার ও আলো,
আলো আঁধারি পরিবেশে দাঁড়ায় এই নবীন আগন্তুক।  
কান পেতে শোনে,------
দিন ও রাত্রির আলো কালো কথা ।