কবিতাটিতে কবি সাইয়িদ রফিকুল হক মূলত স্বাধীনচেতা মননের চিত্র ফুটিয়ে তুলেছেন।বলতে চেয়েছেন নিজের যেটুকু বুদ্ধির জোর আছে তাতেই তিনি নিজের জীবন চালিত করবেন । কিছুটা পর হিতায় ব্যয় করবেন । কবি নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর পক্ষপাতি নন,তেমনই পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজ বুদ্ধিতে সাধারণ জীবন যাপন কবি শ্রেয় মনে করেন । ধার করা বুদ্ধির স্বপ্নে বিভোর হয়ে তিনি যেমন নিজ বাড়ির শার্সি ভাঙায় রাজি নন । তেমনই অপরকে কুযুক্তি ও কুবুদ্ধি দেওয়ার ও পক্ষপাতি নন ।
কবি তাঁর দীর্ঘ বিক্ষণে দেখেছেন যাঁরা পর বুদ্ধিতে চলেন ধীরে ধীরে তাদের মনন শক্তি হ্রাস পায় । তাই কবি নিজে তো কখনও ও পথ মাড়ান না অপরকেও সচেতন করার কাজে ব্রতী হন।


এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্যে কবিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।