"ভয় হয় " কবিতায় মূলত কবি সুমন কবির ভালোবাসার জয়োগান গেয়েছেন । যখন দুটো মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন তখন কাছে পেয়ে সর্বদা হারিয়ে যাওয়ার ভয় বা বিচ্ছেদের সুর বাজে । সেই ভয় কবিকে তাড়া করে বেড়ায় । আবার যেমন বিচ্ছেদের ভয় আছে তেমনি এই ভয় কে জয় করলেই আছে ভালোবাসার চিরন্তন শক্তি । যে শক্তি বলে মানুষ পৃথিবীর সমস্ত বাধা বিপত্তি দুপায়ে মাড়িয়ে পোঁছে যেতে পারে গিরি শীর্ষে। কবি ভালোবাসার জোরে সর্বোচ্চ শৃঙ্গ ও জয় করতে চান।পেতে চান সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সম্পর্কের উষ্ণতা ।
এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্যে "ভয় হয় " কবি সুমন কবিরকে শুভেচ্ছা জানাই।