দূ  র  ত্ব  (13-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
হাতে ধরে রেখেছি লাল গোলাপ।
গোলাপী স্বপ্নে নয়,পা সত্যিই বাস্তবের মাটিতে।
যেটুকু দৈহিক দূরত্ব ছিলো তা আছে।
কমেছে ব্যবধান মনের।
কমতে কমতে হরিহর আত্মা,অর্ধ নারীশ্বর।


এখন গোলাপ ছুঁড়ে ফেললাম বহতা নদীতে।
আঁকবাঁকা পথ পেরিয়ে--
যাচ্ছে সাগরে,মহাসাগরে।
বাঁকে বাঁকে রেখে যাচ্ছে কিছু গন্ধ।
যে গন্ধে ভেসে আসছে কান্নার শব্দ।
দূরত্ব মাপতে ভার্নিয়ার নয়,নিই দীর্ঘতম স্কেল।
যেন আলোকবর্ষ দূরের দুই দ্বীপ।
অথচ বৃত্তাকার পথে এই পরিভ্রমণে হয় চোখাচোখি।
শারীরিক ভাবে কাছাকাছি হলেও,---
চোখ সরে যায় অন্য চোখের নির্জন ছায়ায় ছায়ায়।
এত মানসিক ব্যবধান কেন ?
খুঁজছি সম্পর্কের চিরন্তন অনুঘটক।
মনে হয় গোলাপের সাথে ছুঁড়ে ফেলেছি বহতা নদীতে।