দূরত্ব থাকেনা,তৈরি করি(26-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
আদতে দূরত্ব থাকেনা,তৈরি করি
যেটুকু ওই খোলস আর মেমব্রেন
মাঝেমাঝে ছুঁয়ে যায় বাউল বাতাস,
মেঘও আসে কাছে,দামিনীর আলো পড়ে চোখে
তখনও অনড় পাখি তা দেয় ডিমে


কতো আশা,কতো স্বপ্ন বুকে বয়ে চলি
বড়ো হয়ে একদিন খুঁজে খুঁটে এনে দেবে দানা
কার্পন্য করেনা পাখি,দুধ দেয় ঠোঁটে ঠোঁট রেখে
ওমা ! দেখি শাবক, শিশু---
উড়ে উড়ে মিশে যায় আকাশের নীলে।