দুর্ভেদ্য আলোক (21-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
রাতের নিকষ অন্ধকারে ঘরের ভেতর চুইয়ে আসে তৃষ্ণার্ত আলোক,
পরম মমতায় আদরে আদরে তাকে ফুল,চন্দন দিয়ে সাজাই।
ধূপ দিয়ে ধূপদান,ধুনো দিয়ে ধুনুচি উসকে দিই,
অঞ্জলি দিই হাতে ধরা অশোক,পলাশে । রক্তপলাশে ঢেকে যায় আলোর শরীর ।


আলোর কি কোনও তনু আছে বা তনুমন ?
বিরোধিতায় না জড়িয়ে সংজ্ঞায়িত করি অসীম,অনন্ত ।
উল্টো দিকে ঘন অন্ধকারে সন্দেহ থাকে না,
শুরু হয়ে যায় নির্মাণ,অসাধারণ নির্মাণ শৈলীতে আপ্লুত হতে হতে---
মনে পড়ে যায় শ্রী পঞ্চমীর পুণ্যলগ্ন,
আকাশের দিকে তাকিয়ে দেখি পঞ্চমীর চাঁদ ।
জোরে জোরে উচ্চারণ করি--- 'তমোসা মা জ্যোতির্গময়'।