এক চোখে তাকিও না (06-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
এক চোখে তাকিও না
যারা বলে শীত ভালোবাসি
বলো সম্পর্কের শীতলতা মেনে নেওয়া যায় ?
তারাই অসহ হিমে খোঁজ করে শুধুই উষ্ণতা
মানুষ উত্তাপ ছাড়া বাঁচতে কি পারে ?
হাতে হাত,চোখে চোখ ছাড়া


কানে কানে কথা নয়,প্রকাশ্যেই বলি ভালোবাসি ।
ভালোবাসি উষ্ণতা,সম্পর্কের আঁচ
আমরা তো সন্ন্যাসী নই,গৃহী
কৈলাসে থাক জটাজুট,মদন বিজয়ী


যারা এক চোখে দেখে
ব্যক্তি তারায় আঁকে অধিকার বোধ
ভুলে যায় মানুষ স্থাবর সম্পত্তি নয়
যাকে আমি ভালোবাসি তারও আছে স্বাধীনতা, অধিকার বোধ


লু বইলেই খুঁজি শীতল তরুচ্ছায়া,শরীর জুড়াই
হয়তো বা তখনও স্মৃতির পাতা মনের উপর করে দাপাদাপি
মনে পড়ে কুয়াশাচ্ছন্ন ভোরে খেজুরের রস
বাঁক কাঁধে হেঁকে যায় ওপাড়ার হারান শিউলি,রতনের বাবা ।
রস চাই রস,খেজুরের পাটালি ও গুড় ।
রসিক রসনা বোঝে,স্বাদেন্দ্রিয় কতোটা উদ্বেল
বলো তখনও পারি কি তাকাতে এক চোখে ?