একে মা মনসা তাতে ধুনোর গন্ধ
রণজিৎ মাইতি (13-08-2017)
------------------------------------------
ঠাকুর ঘর থেকে ভেসে আসছে--
ধূপের গন্ধ,ধুনোর গন্ধ।
আর আসছে হিং টিং ছট্ ।
নাক স্পর্শ করছে গন্ধ,কান মন্ত্র ।
যদিও মরমে প্রবেশ করছে কিনা জানিনা।
দেবতা নট্ নড়ন চড়ন,
নড়ছেন পুরুত মশাই ।
মুদ্রার তালে তালে ঝরছে ঘাম।
কষ্ট না করলে কেষ্ট মেলে ?


কষ্টে বুক ফাটে গৃহ কর্তার ।
বছর বছর অনেক হলো।
গিন্নির আবদারে অন্নদা,মোক্ষদা,ধনদা-----।
একটু সুখের আশা,সমৃদ্ধি
সকালে পূব দিগন্তে বিকেলে পশ্চিমে
বা রাতের আকাশে কোনও পরিবর্তন?
না সেই টানাটানি,নুন আনতে পান্তা ফুরোয়।
তবু সেই ধূপের গন্ধ,ধুনোর গন্ধ।