ঘুরি বৃত্তাকার পথে (06-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
দীর্ঘ যাপন আর পাশাপাশি হাঁটা,
কাঁটা সরে যায় আর মায়া পড়ে যায়।


যদিও সরণ শূন্য তবু ঘুরি বৃত্তাকার পথে।
শৈশব,যৌবন গেছে দাঁড়াই মরণের দ্বারে।


মাঝেমাঝে বাধা দেই,বাঁধ বাঁধি নদীর বুকে।
বাধাতো মানেনা নদী,ভাঙে বাঁধ সুনামির ঢেউয়ে।


তারা খসে পড়ে জলে,কমে যায় নক্ষত্র আকাশে।
হতাশার স্হান নেই,ছড়িয়ে পড়ছে বীজ ঢেউয়ে ঢেউয়ে।