গভীর জলে পড়ে যাই (04-11-2017)
রণজিৎ মাইতি
--------------------
জলের উপরে মাচা,ঝুলে আছে লাউ
ভোরের আলোয় দেখি
লাউ শুধু গাছে নয়,জলের ভেতরে ঝুলে আছে
মাচা শুদ্ধ গাছ দেখি জলে ডুবে আছে


একটু ভয় ভয় করে
ফুটে থাকা সাদা ফুল,
যে ফুলে আগামীর সম্ভাবনা আছে
যদি খেয়ে ফেলে মাছ লোভে
নরম নরম পাতা,ডগা


ওমা,যেই ব্রাশ হাতে দাঁড়াই পুকুরের ঘাটে
দেখি আমারই মতো কেউ
জলের গভীর থেকে আমাকে ভেঙায়
গভীর জলে পড়ে যাই।